লা লিগা

এমবাপের জোড়া গোলে লেভান্তেকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

ম্যাচের শুরু থেকে আক্রমণের ঝড় বইয়ে দিল রিয়াল মাদ্রিদ। চমৎকার গোলে দলকে পথ দেখালেন ভিনিসিউস জুনিয়র। নতুন ঠিকানায় প্রথম গোলের দেখা পেলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। পরে জোড়া গোলের সুবাস ছড়ালেন দারুণ ছন্দে থাকা কিলিয়ান এমবাপে। লেভান্তেকে উড়িয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল শাবি আলোন্সোর দল।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে শিরোপাধারী বার্সেলোনার চেয়ে আবার পাঁচ পয়েন্টে এগিয়ে গেল মাদ্রিদের দলটি। ছয় ম্যাচের সবকটি জিতে তাদের পয়েন্ট হলো ১৮। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।



ম্যাচে রিয়ালের দাপুটে পারফরম্যান্সের চিত্র মেলে পরিসংখ্যানেও। ৬২ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য মোট ২৪টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। লেভান্তের ১১ শটের দুটি লক্ষ্যে ছিল। 

শুরু থেকে আক্রমণ শাণাতে থাকে রিয়াল। তাদের কয়েকটি লক্ষ্যভ্রষ্ট শটের পর ফেদেরিকো ভালভের্দে ও ভিনিসিউসের প্রচেষ্টা ঠেকিয়ে দেন লেভান্তের গোলরক্ষক। ২৮তম মিনিটে ভিনিসিউসের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় সফরকারীরা।

ভালভের্দের পাস বক্সের ভেতর ডান দিকে পান ভিনিসিউস। তার সামনে দুই দিকে ছিল প্রতিপক্ষের দুই ফুটবলার। তাদের মাঝ দিয়েই দুরূহ কোণ থেকে আচমকা বুটের মাথা দিয়ে শট নেন ব্রাজিলিয়ান তারকা। কাছের পোস্টে থাকা গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না, দূরের পোস্ট দিয়ে জালে আশ্রয় নেয় বল।

দারুণ এক পাল্টা আক্রমণে ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এই গোলেও জড়িয়ে ভিনিসিউসের নাম। মাঝমাঠ থেকে তিনি ডান দিকে পাস দেন মাস্তানতুয়োনোকে। বল ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ১৮ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার।

বিরতির আগে আরেকটি ভালো সুযোগ পান ভিনিসিউস। কাছ থেকে ওয়ান-অন-ওয়ানে তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক।

প্রথমার্ধে গোলের জন্য ১৬টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। এই সময়ে লেভান্তের ৪ শটের একটিও লক্ষ্যে ছিল না।

অদ্ভুত এক গোলে ৫৪তম মিনিটে ব্যবধান কমায় লেফান্তে। বক্সের ভেতর ডান দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শট পা বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করেন রিয়াল ডিফেন্ডার ডিন হাউসেন। তার পায়ে লেগে বল উঠে যায় ওপরে, কাছের পোস্টে থাকা গোলরক্ষক থিবো কোর্তোয়া চেষ্টা করেন পেছনে সরে এসে ক্লিয়ার করতে, তবে হেডে জালে পাঠান ইত্তা ইয়ং।

৬৪তম মিনিটে পেনাল্টি থেকে পানেকটা শটে আবার দুই গোলের লিড পুনরুদ্ধার করেন এমবাপে। বক্সের তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল রিয়াল। 

পরের দুই মিনিটের মধ্যেই দারুণ গোলে ব্যবধান আরও বাড়ান এমবাপে। আর্দা গিলেরের পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে পাশ কাটিয়ে বল জালে পাঠান বিশ্বকাপ জয়ী তারকা।

এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতার গোল হলো ৭টি।

একটু পর হ্যাটট্রিকের সুযোগও পেয়ে যান তিনি। তবে এবার তার প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি। শেষ দিকে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি ভিনিসিউসও। ব্যবধান তাই আর বাড়েনি।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের সবগুলোই জিতল আলোন্সোর দল।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
হুমায়ূন আহমেদের জন্মদিনে নুহাশ পল্লীতে কেক কাটলেন শাওন ও পরিবার Nov 13, 2025
img
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চট্টগ্রামে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান Nov 13, 2025
img

গোলাম মাওলা রনি

সরকার এখন কোনো অবস্থাতেই ঝুঁকিতে যাবে না Nov 13, 2025
img
চুয়াডাঙ্গায় সাবেক মেয়র টোটন গ্রেপ্তার Nov 13, 2025
img
মানিকগঞ্জে গ্রেপ্তার হলেন আ.লীগ নেত্রী জেসমিন Nov 13, 2025
img
ঐক্যবদ্ধ জাতির সামনে নৈরাজ্যের জায়গা নেই : চিফ প্রসিকিউটর Nov 13, 2025
img
যশোরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন Nov 13, 2025
img
বিলাল-হানিয়া অভিনীত নাটকের প্রথম পর্ব দেখে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া Nov 13, 2025
img
আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের: রিজভী Nov 13, 2025
img
নারায়ণগঞ্জে ১২ ঘণ্টায় ২৭ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার Nov 13, 2025
img
আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ: ইমানুয়েল ম্যাক্রোঁ Nov 13, 2025
img
প্রধান উপদেষ্টার ভাষণ শুরু হবে দুপুর আড়াইটায় Nov 13, 2025
img
গুরুত্বপূর্ণ দুই অধ্যাদেশ সংশোধন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিমান উপদেষ্টা Nov 13, 2025
img
হার্টের জটিলতায় হাসপাতালে ভর্তির পর কেমন আছেন অস্কার Nov 13, 2025
img
সোনা হারিয়ে দেশে ফিরছেন বাংলাদেশের দুই আরচ্যার Nov 13, 2025
img
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের হামলা Nov 13, 2025
img

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’

সচিবালয়ে চলছে স্বাভাবিক কাজ Nov 13, 2025
img
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ ঘিরে ঢাবিতে শিক্ষার্থীদের আনাগোনা কম Nov 13, 2025
img
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন Nov 13, 2025
img
চট্টগ্রামে মোড়ে মোড়ে অবস্থান বিএনপি-জামায়াতের Nov 13, 2025