নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় কিশোরগঞ্জে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।

গতকাল রাতে জেলা শহরের আখড়া বাজার চত্বর থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গুরুদয়াল চত্বরে গিয়ে শেষ হয়।

এনসিপি ও যুবশক্তির নেতারা মিছিলে ‘আখতারের ওপর হামলা কেন, এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নাগরিক পার্টির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবশক্তির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভ মিছিলে বিলুপ্ত ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান, সদস্য সচিব মো. জুবায়ের আলম, যুগ্ম সদস্য সচিব হোসাইন আহমেদ সাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিক্ষোভকারীরা।

এতে বিক্ষোভকারীরা বলেন, বিদেশে রাজনৈতিক নেতার ওপর এ ধরনের হামলা বাংলাদেশের জন্য লজ্জাজনক এবং এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তারা এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন এবং সরকারের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পূর্বের বিভিন্ন কর্মকাণ্ডের আনুষ্ঠানিক বিচারের দাবি উত্থাপন করেন।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা। এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আখতার হোসেন। তার সামনে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। সে সময় সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে তার ওপর ডিম নিক্ষেপ করেন। ডিমটি তার পিঠে লেগে ফেটে যায়।

এরপর সেখানে উপস্থিত এক ব্যক্তিকে আখতার হোসেনকে ঘিরে দাঁড়িয়ে তাকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। 

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

বাস-ট্যাংকার সংঘর্ষে নিভে গেল ৪২ প্রাণ, মোদির শোক Nov 17, 2025
img
নতুন ৩ দেশসহ বিশ্বকাপ নিশ্চিত করল ৩২ দল Nov 17, 2025
‘হাজারবার ভাঙলেও তোরা ৩২ নম্বরের ইতিহাস মুছে ফেলতে পারবি না’ Nov 17, 2025
img
শুধু হাসিনা-কামালের বিচার হলে তা অসম্পূর্ণ হবে: নুর Nov 17, 2025
img
কঠোর পরিশ্রম ও সততা সফলতার মূল চাবিকাঠি : শ্রেয়া ঘোষাল Nov 17, 2025
img
বড় সুখবর পেল পাকিস্তান Nov 17, 2025
img
খুনি হাসিনার একবার ফাঁসি যথেষ্ট নয় : শিবির সভাপতি Nov 17, 2025
img
হাসিনাকে নিয়ে আব্বার ভবিষ্যদ্বাণীর প্রতি মানুষের বিশ্বাস ছিল : হুম্মাম কাদের Nov 17, 2025
img
নভেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার Nov 17, 2025
img
মামলায় রায়ে দেশবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটেছে : শামসুজ্জামান দুদু Nov 17, 2025
img

পররাষ্ট্র উপদেষ্টা

হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে আজ-কালের মধ্যেই চিঠি যাবে Nov 17, 2025
দাবাং ট্যুরে ‘দিল দিয়া গাল্লা’ পারফরমেন্সে বিতর্ক Nov 17, 2025
বাংলাদেশ ভারতের বিপক্ষে জিতবে : ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ Nov 17, 2025
img
বড় পর্দায় ফেরার জোরালো ইঙ্গিত রেখার Nov 17, 2025
img
উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে অগ্নিকাণ্ড Nov 17, 2025
img
লালদিয়ায় ডেনমার্কের বিনিয়োগ বাংলাদেশের জন্য নতুন যুগের সূচনা: প্রধান উপদেষ্টা Nov 17, 2025
img

এএফসি এশিয়ান কাপ বাছাই

ভারতকে হারিয়ে বছর শেষ করতে চান জামাল ভূঁইয়া Nov 17, 2025
মামলায় সব অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করেছেন মেহজাবীন Nov 17, 2025
আপিলে যাওয়ার সুযোগ নেই: রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী Nov 17, 2025
তাইওয়ানকে কেন্দ্র করে উত্তেজনা: চীনকে শান্ত করতে কূটনীতিক পাঠালো জাপান Nov 17, 2025