‘পোষাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন। নিজেদের পোষাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন। 

মাহবুব তালুকদার বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনগতভাবে হতে হবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না । গণতন্ত্রের জন্য ৩০ লাখ শহীদের আত্মত্যাগ বৃথা যাবে। আমরা তা হতে দিতে পারিনা।

নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে মাহবুব তালুকদার বলেন, জাতির এই ক্রান্তিকালে বিবেক সমুন্নত রেখে সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজের দায়িত্ব পালন করুন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণে আপনাদের অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। নির্বাচন কলুষিত হলে জাতি আপনাদের ঘৃণা করবে।

ভোটারদের আহ্বান জানিয়ে মাহবুব তালুকদার বলেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন। আপনার ইচ্ছানুযায়ী প্রার্থীকে ভোট দিন। ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতিস্বীকার করবেন না। আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষাকবচ। এবারের নির্বাচনে আমাদের আত্মসম্মান রক্ষা ও আগামী প্রজন্মের ভবিষ্যত নির্মাণের নির্বাচন।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ