বাংলাদেশে নয়, ইসরাইলে খেলবে মেসির আর্জেন্টিনা

প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছেন না লিওনেল মেসির আর্জেন্টিনা ফুটবল দল। আগামী ১৮ নভেম্বরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু সেটি এখানে হচ্ছে না। বাংলাদেশের রাজধানী থেকে ম্যাচটি সরিয়ে ফেলেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

নতুন সূচিতে ওই সময়ে অন্য একটি ম্যাচের কথা উল্লেখ করা হয়েছে। স্থান এবং প্রতিপক্ষ দু'টিই ভিন্ন।

নতুন সূচি অনুযায়ী, ১৮ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর খেলতে নামবে মেসিরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইসরাইলে। সেখানে প্রতিপক্ষও পরিবর্তিত হয়েছে। প্যারাগুয়ে নয়, আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে লুইস সুয়ারেজের দেশ উরুগুয়ে।

এর আগে ২০১১ সালে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আফ্রিকার ফুটবল পরাশক্তিকে ১-০ গোলে হারান মেসি-ডি মারিয়ারা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ