পৃথিবীতে যে কয়জন ক্ষণজন্মা মহাপুরুষ সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেছিলেন, তাদের একজন এ পি জে আব্দুল কালাম। ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাডুর রামেশ্বরমে এক দরিদ্র পরিবারে তার জন্ম।
তার বাবা ডিঙ্গি নৌকার কাজ করতেন। পরিবারের খরচ চালাতে একসময় আব্দুল কালাম নিজেও খবরের কাগজ বিক্রির কাজ করেছেন।
কিন্তু স্বপ্ন যার আকাশ ছোঁয়া, চেষ্টা যার অদম্য, সফলতা তার কাছে অনিবার্য। আর তার এক জ্বলন্ত উদাহরণ এপিজে আব্দুল কালাম। যিনি সব বাঁধা পেরিয়ে, দারিদ্র্যকে জয় করে একসময় হয়ে যান বিখ্যাত পরমাণু বিজ্ঞানী। ছিলেন ভারতের প্রেসিডেন্ট। পেয়েছেন ‘ভারতরত্ন’ খেতাব।
২০১৫ সালের ২৭ জুলাই এই মহান ব্যক্তি মারা যান।
তাঁর একটি উক্তি হলো-
“জীবনে সমস্যার প্রয়োজন
আছে। সমস্যা আছে বলেই
সাফল্যে এতো আনন্দ।”