গেল এক থেকে দেড় বছর ধরে টানা কাজ করে যাচ্ছেন পার্থ শেখ। মাসের ত্রিশ দিন না হলেও কখনো ১২ থেকে ১৫ দিন কিংবা কখনো আবার তা বিশ দিনেও যায়। যার কারণে কাজের মানের চেয়ে সংখ্যা খানিক বেশি হয়ে যাচ্ছে বলেই মনে করছেন এই তরুণ জনপ্রিয় অভিনেতা।
সম্প্রতি প্রকাশিত হওয়া ওয়েব ‘নয়া নোট’ থেকে বেশ ভালো সাড়া পেয়েছেন পার্থ।
তবে প্রত্যাশা অনুযায়ী সেভাবে পাননি। এ ছাড়া সাম্প্রতিক কাজগুলোর ফিডব্যাক ‘অনেক ভালোও না, অনেক মন্দও না’ বলে ব্যক্ত করেছেন।
নিজের দক্ষতা ও বহুমুখী চরিত্র দিয়ে ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছেন পার্থ শেখ। চেনা গণ্ডির ভেতর থেকেও নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চান।
এমতাবস্থায় একটু স্থির হতে চাইছেন তিনি। কাজের সংখ্যা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে চান। এর জন্য আগামী দুই মাস একটু নিজেকে সময় দিতে চান বলে জানিয়েছেন এই অভিনেতা।
দেশের একটি গণমাধ্যমকে পার্থ শেখ বলেন, ‘এক-দেড় বছর ধরে নিজের ওপর একটু প্রেশার যাচ্ছে বলা যায়।
অনেক বেশি না হলেও মাসে ১২-১৫ দিন কাজ করা হচ্ছে। আপাতত একটু সময় নিচ্ছি। অক্টোবর-নভেম্বর, এই দুই মাস নিজেকে সময় দিতে চাই। বলতে পারেন, ভালো গল্পের খোঁজে। সেই সঙ্গে নিজেকে নতুনভাবে আবিষ্কারের খোঁজেও।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, শিল্পীদের মাঝেমধ্যে একটু ব্রেক প্রয়োজন। এতে করে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায়। আমিও হয়তো তা-ই করব। সামনেই আবার ভালোবাসা দিবস, ঈদ আসছে সেগুলোর দিকে ফোকাস দিতে হবে। আমি চাচ্ছি, ভালোবাসা দিবসে দর্শকদের ভালো কিছু গল্প, চরিত্র উপহার দিতে। একটানা কাজের ফলে একঘেয়েমিটা কাটিয়ে উঠতে। কোয়ালিটিফুল কাজের কোনো বিকল্প নেই।’
সাময়িক এই সময়টাকে বিরতি বলছেন না অভিনেতা। তার ভাষ্যে, ‘বিরতিতে যাচ্ছি না। কাজ একটু কম করব, তবে সেটা অবশ্যই কোয়ালিটিফুল।
একই ছন্দে চললে মানুষ থমকে যায়। আমি চাই, দর্শকরাও যেন আমাকে অন্যভাবে অনুভব করতে পারেন।’
এমআর/টিকে