‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’এর প্রি-রিলিজ অনুষ্ঠানে আবারও আলোচনায় উঠে এলেন অভিনেত্রী রুক্মিণী বাসন্ত। এদিন তাকে প্রশ্ন করা হয় প্রশান্ত নীলের বহুল আলোচিত ছবি ‘ড্রাগন’-এ তার সম্ভাব্য চরিত্র নিয়ে। সরাসরি কোনো উত্তর না দিলেও তিনি শালীনভাবে এড়িয়ে যান এবং এনটিআর সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেন। তার ভাষায়, এনটিআরের প্রতিভা বোঝাতে একটি শব্দ যথেষ্ট নয়।
এই মন্তব্যের পর থেকেই নতুন করে জল্পনা ছড়িয়েছে, ‘ড্রাগন’-এর নায়িকা হিসেবে রুক্মিণীকেই চূড়ান্ত করা হয়েছে। যদিও প্রযোজক-পরিচালক পক্ষ এখনই কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিতে রাজি নন। শোনা যাচ্ছে, ছবির টিম চাইছে মহাসমারোহে এই ঘোষণা করতে।
এদিকে চোট থেকে সেরে উঠছেন এনটিআর। তার সুস্থতা না হওয়া পর্যন্ত ছবির বড় আপডেটগুলো স্থগিত রেখেছে ইউনিট। পরিকল্পনা অনুযায়ী অক্টোবরের শেষ ভাগে আবার শুরু হবে শুটিং।
‘ড্রাগন’ মুক্তির সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২০২৬ সালের জুন। প্রশান্ত নীল অতীতে একের পর এক ব্লকবাস্টার উপহার দেওয়ায় এই ছবিকে ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। আর এনটিআরকে কেন্দ্র করে ভক্তদের উত্তেজনা যে তুঙ্গে, তা ইতিমধ্যেই স্পষ্ট।
এমকে/এসএন