জেএসসি পরীক্ষা কেন্দ্রে কনস্টেবলকে মারধর

পরীক্ষা কেন্দ্রে বহিরাগতদের প্রবেশে বাধা দেয়ায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে।

শরীয়তপুরের ডামুড্যায় উপজেলার কনেশ্বর গ্রামের রিফাত ও হাফিজুর রহমান নামের দুই যুবক তাকে মারধর করেছেন বলে অভিযোগ।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন আহত পুলিশ কনস্টেবল আরিফুর রহমান। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই যুবক পলাতক।

পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে আলহাজ আলী আহম্মেদ দাখিল মাদ্রাসা কেন্দ্রে ঢুকতে চান  রিফাত ও হাফিজুর নামে দুই যুবক। এ সময় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আরিফুর তাদের বাধা দেন। তখন দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত ও হাফিজুর তাকে মারধর করেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কনস্টেবল আরিফুর রহমান বলেন, ‘পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকে। সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। নিয়ম অমান্য করে দুই যুবক প্রবেশ করতে চাইলে আমি বাধা দিই। পরে তারা আমাকে মারধর করে পালিয়ে যায়।’

রিফাতের বাবা মিজানুর রহমান দাবি করেছেন পুলিশ তার ছেলেকে মারধর করেছেন।

তিনি বলেন, ‘আমার ছোট ছেলে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে। আমি তাকে ওই পরীক্ষাকেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। আমার আরেক ছেলে রিফাতও সেখানে যায়। সেখানে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হলে পুলিশ আমার ছেলেকে মারধর করে। এই ঘটনা আড়াল করতে এখন আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’

পুলিশ সদস্যের ওপর হামলা করা দুই যুবকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ডামুড্যা থানার পরিদর্শক (তদন্ত) এমারত হোসেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ