জানুয়ারিতে ঢাকার 'দুই সিটির' নির্বাচন

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন আগামী বছরের জানুয়ারি মাসে একই দিনে অনুষ্ঠিত হবে। আর ভোট অনুষ্ঠিত হবে ইভিএমে।

রোববার বিকালে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর এই তথ্য জানিয়েছেন।  নির্বাচন ভবনের নিজকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ১৫ নভেম্বরের পর ঘোষণা করা হতে পারে। 

মো. আলমগীর বলেন, ঢাকা দুই সিটির নির্বাচন আগামী বছরের জানুয়ারি মাসে হবে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

২০১৫ সালের ২৮ এপ্রিল এই তিন সিটির নির্বাচন একযোগে সম্পন্ন করা হয়েছিল। সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরের পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হবে মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট।

 

টাইমস/এসআই

Share this news on: