ভিসা জটিলতার কারণে আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি সৌম্য সরকার। এবার সেই একই জটিলতা দেখা যাচ্ছে নাঈম শেখের ক্ষেত্রেও।
বুধবার (৮ অক্টোবর) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ থাকলেও এখন পর্যন্ত ভিসা পাননি এই ওপেনার।
এখনও ভিসা না পাওয়ায় প্রথম ম্যাচে নাঈম শেখের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ রাতের মধ্যে ভিসা পেলেও কালকের ম্যাচে অংশ নেয়া নিয়ে জটিলতা থেকেই যায়। তবে অপেক্ষায় আছেন নাঈম। যখনই ভিসা হবে তখনই তাকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে টি-টোয়েন্টি সিরিজে ডাক পাওয়া সৌম্য ভিসার কারণে এনসিএল বাদ দিয়ে ঢাকায় এসে অপেক্ষা করেছেন। তবে শেষ পর্যন্ত সিরিজের আগে ভিসা না পাওয়ায় আবার এনসিএলে যোগ দেন তিনি।
টি-টোয়েন্টি দলের প্রায় সবাইকে নিয়েই করা হয়েছে ওয়ানডে দল। মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও নাজমুল হোসেন শান্ত সেই দলের সঙ্গে যোগ দিয়েছেন আরব আমিরাতে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। টি-টোয়েন্টির পর ওয়ানডেতে ফিরেছেন নুরুল হাসান সোহান। লিটনের অনুপস্থিতিতে জায়গা মিলেছিল নাঈমের। তবে শেষ পর্যন্ত তিনি আদৌ যেতে পারবেন কিনা সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না।
এমআর