ক্রিকেটে ‘ওয়ান ম্যান আর্মি’ শব্দটা খুবই পরিচিত। যখন পুরো দল ব্যর্থ, তখন একাই জ্বলে ওঠেন কোনো খেলোয়াড়, টেনে তোলেন দলকে জয়ের পথে। কিন্তু এমন একক নৈপুণ্যে সব সময় ম্যাচ জেতা যায় না -এ কথাই মনে করিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ক্রিকেটে ‘ওয়ান ম্যান আর্মি’ বলতে সবার আগে মনে পড়ে ২০১৯ সালের বিশ্বকাপের কথা। ৬০৬ রান আর ১১ উইকেট নিয়ে সাকিব আল হাসান ছিলেন যেন একাই পুরো দল। কিন্তু তার সেই অসাধারণ পারফরম্যান্সও বাংলাদেশকে সেমিফাইনালে তুলতে পারেনি, কারণ সতীর্থদের কাছ থেকে পাননি যথেষ্ট সহায়তা।
এই বাস্তবতা মাথায় রেখেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে মিরাজ বলেন,‘দু-একজনের ওপর নির্ভর করে সিরিজ জেতা সম্ভব নয়। সবাইকে পারফর্ম করতে হবে। এটা দলগত খেলা -১১ জনের সবাই যেন ভালো খেলে, সেটাই আমাদের লক্ষ্য।’
আগস্ট-সেপ্টেম্বরে নেদারল্যান্ডস সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর পর ফিরেছেন সাইফ হাসান। ফেরার পর রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। এশিয়া কাপে শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে ফিফটি করেছেন। শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে তাণ্ডব চালিয়েছেন। ৩৮ বলে ৭ ছক্কা ও ২ চারে ৬৪ রান করে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি সাইফের। মিরাজের মতে সাইফের মতো ক্রিকেটার ওয়ানডে সিরিজে সুযোগ পাওয়া বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ। সাইফের প্রশংসায় পঞ্চমুখ মিরাজ বলেন, ‘কিছু নতুন ক্রিকেটার আছে যেমন সাইফ হাসান। সে যেভাবে এশিয়া কাপে খেলেছে, আফগানিস্তান সিরিজ, তাতে ওয়ানডে দলে আসাটা অবশ্যই ভালো কিছু। কয়েকজন ক্রিকেটার রান করতে মরিয়া হয়ে আছে। সেটা হলে দলের জন্য ভালো হবে।’
ওয়ানডেতে সর্বশেষ বাংলাদেশ খেলেছে এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বসাকল্যে এ বছর বাংলাদেশ খেলেছে ৫ ওয়ানডে। জিতেছে শুধু ১ ম্যাচ। হেরেছে ৪ ম্যাচ। তার চেয়েও বড় কথা বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই শুধু এ বছর পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পেরেছে। ব্যাটাররা কতটা ধুঁকছেন, তা আরেকটি পরিসংখ্যানের মাধ্যমে স্পষ্ট। জাকের আলী অনিক (২১৫), তাওহীদ হৃদয় (২১০) ছাড়া বাংলাদেশের আর কেউ এ বছর ওয়ানডেতে ২০০ রান করতে পারেননি।
আবুধাবিতে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে। আফগান সিরিজকে মিরাজ তাই ‘পাখির চোখ’ করেছেন। প্রথম ওয়ানডের আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচই জরুরি। এই সিরিজ আরও বেশি জরুরি। ওয়ানডেতে টানা ম্যাচ খুব বেশি খেলা হয়নি। অনেক দিন বিরতি দিয়ে খেলা হয়েছে। এ জন্য হয়তো সংগ্রাম করছি। ব্যাটাররা পরিকল্পনা করছি কীভাবে ৫০ ওভার খেলা যায়। কীভাবে ইনিংস তৈরি করতে হবে, সেটা নিয়ে মিডল ওভারে মিডল অর্ডার, টপ অর্ডার ব্যাটাররা কাজ করছি। এই সিরিজটা দিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের তিনটিই হবে আবুধাবিতে। ১১ ও ১৪ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। শেষ দুই ম্যাচও বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
পিএ/টিকে