আবারও তিমি শিকারে জাপান

তিমির গোশতের ব্যাপক চাহিদা থাকায় আন্তর্জাতিক মহলের সমালোচনা উপেক্ষা করে আগামী বছরের জুলাই থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে তিমি শিকার শুরু করতে যাচ্ছে জাপান। খবর বিবিসি'র।

তিমি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইডব্লিউসি ১৯৮৬ সালে বাণিজ্যিক উদ্দেশ্যে তিমি শিকার নিষিদ্ধ করে। কয়েক প্রজাতির তিমি প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় এ আইন করা হয়।

সে আইনের কারণে জাপানে তিমি শিকার অনেকটাই কমে আসে। কিন্তু হঠাৎ করে জাপান আবার তিমি শিকারের ঘোষণা দিল। এ কারণে আইডব্লিউসি থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিচ্ছে দেশটি।

জাপানের প্রথম সারির এক দৈনিকে প্রকাশ, বর্তমানে জাপানে যত গোশত বিক্রি হয়, তার মধ্যে তিমির গোশতের পরিমাণ দশমিক ১ শতাংশ।

সূত্রমতে, বৈজ্ঞানিক গবেষণার অজুহাতে জাপান প্রতি বছর গড়ে ২০০ থেকে ১২০০ পর্যন্ত তিমি শিকার করে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: