বরিশাল পলিটেকনিকে বহিরাগতদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পরেশ সাগর মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ কর্মী শান্তকে কুপিয়ে জখম করে বহিরাগতরা। এরপর সন্ধ্যার দিকে ক্যাম্পাস সংলগ্ন পরেশ সাগর মাঠে শান্তর অনুসারীরা গেলে বহিরাগত গ্রুপের সঙ্গে মারামারি হয়। খবর পেয়ে আলেকান্দা ফাঁড়ি এবং কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে। এতে দুই গ্রুপ ছত্রভঙ্গ হয়ে যায়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুর ইসলাম জানান, পলিটেকনিক শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কী নিয়ে সংঘর্ষ তা জানা যায়নি।

 

টাইমস/এসআই

Share this news on: