“সোনা নয়, স্বাস্থ্যই হলো প্রকৃত সম্পদ”

ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী। তার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি ছিলেন ব্রিটিশবিরোধী অহিংস নীতি এবং শান্তিপূর্ণ আন্দোলনের পথিকৃৎ। তাকে “ভারতের জাতির জনক” বলা হয়।

মহাত্মা গান্ধী ১৮৬৯ সালে ব্রিটিশ ভারত গুজরাটের পোরবন্দরের হিন্দু মোধ পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন ২ অক্টোবর ভারতের জাতীয় ছুটি এবং গান্ধী জয়ন্তী হিসাবে পালিত হয়।

২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গান্ধীর জন্মদিনকে বিশ্ব অহিংস দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়েছে।

ভারতের স্বাধীনতার পরের বছর ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি জনৈক হিন্দু ব্রাহ্মণের আঘাতে এই মহান ব্যক্তি মারা যান।

তার একটি উক্তি হলো-

“সোনা কিংবা রূপার
টুকরো নয়, স্বাস্থ্যই হলো
প্রকৃত সম্পদ।”

Share this news on:

সর্বশেষ