দক্ষিণ ভারতের তরুণ অভিনেত্রী কৃতি শেঠির সময়টা যেন কিছুতেই অনুকূলে যাচ্ছে না। জনপ্রিয় গানের ভাইরাল সাফল্যও তাঁর ভাগ্য ঘুরিয়ে দিতে পারছে না। ‘জিনি’ ছবির গান ‘আব্দি আব্দি’ সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুললেও, অভিনেত্রীর তিনটি প্রস্তুত সিনেমার একটিও এখনো মুক্তি পায়নি।
তামিল ইন্ডাস্ট্রির আলোচিত তিন ছবি—‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি (এলআইকে)’, ‘জিনি’ ও ‘ভা ভাথিয়ার’—সবগুলোরই শুটিং অনেক আগেই শেষ। কিন্তু নানা আর্থিক জটিলতা ও প্রযোজনাগত সমস্যায় মুক্তি আটকে আছে একসঙ্গে। এর মধ্যে ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’ ছবিটি নতুন করে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করেছে। বাকিগুলোর এখনও কোনো নিশ্চিত তারিখ মেলেনি।
এই অচলাবস্থার কারণে কৃতির ভক্তরাও হতাশ। তাঁদের ধারণা, হয়তো অভিনেত্রী খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ মনে করছেন—এটা হয়তো তামিল ইন্ডাস্ট্রির গভীর কোনো প্রযোজনা সংকটের প্রতিফলন। যদিও প্রতিটি ছবির টিজার ও গানে কৃতির উপস্থিতি ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে, কিন্তু বড় পর্দায় নিজেকে প্রমাণ করার সেই সুযোগটিই যেন পাচ্ছেন না তিনি।
তবু আশাবাদী অনুরাগীরা বিশ্বাস করছেন, ডিসেম্বর মাসেই হয়তো ভাগ্যের মোড় ঘুরবে। তিনটি সিনেমা মুক্তি পেলে কৃতি শেঠি নতুন করে জায়গা করে নিতে পারেন কোলিউডে—একই সঙ্গে রোমান্টিক, সংগীতনির্ভর ও সামাজিক ঘরানার ছবিতে তাঁর বহুমুখী অভিনয় প্রকাশ পাবে। আপাতত তাঁর জীবন যেন এক অপেক্ষার গল্প, আর ডিসেম্বরই হতে পারে তাঁর ক্যারিয়ারের বড় বাঁক।