বলিউড তারকা অক্ষয় কুমারের বাঁ কাঁধে খোদাই করা আছে স্ত্রী টুইঙ্কেলের ডাকনাম ‘টিনা’। ডান কাঁধে মেয়ের নাম নিতারা, আর পিঠে ছেলে আরভের নাম। তবে টুইঙ্কল নিজে শরীরে স্বামীর নামের উল্কি করাতে একেবারেই নারাজ। সম্প্রতি এক অনুষ্ঠানে কারণ জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
অভিনয় পেশা ছেড়ে বহু বছর আগেই লেখালিখি ও উদ্যোগ নিয়ে ব্যস্ত টুইঙ্কেল। সম্প্রতি অভিনেত্রী কাজলের সঙ্গে তিনি একটি অনুষ্ঠানের সঞ্চালনা করছেন। এক পর্বে অতিথি ছিলেন অক্ষয় কুমার। সেখানেই দাম্পত্যজীবনের নানা বিষয় নিয়ে আলাপের সময় উঠে আসে উল্কির প্রসঙ্গ।
অনুষ্ঠানে টুইঙ্কেল বোঝাতে চাইলেন, জীবনের কিছুই স্থায়ী নয়। তার ভাষায়, ‘বিয়ে যেকোনো সময় ভেঙে যেতে পারে। কিন্তু উল্কি একবার করালে তা স্থায়ী থাকে। তাই শরীরে কারও নাম খোদাই করার ঝুঁকি নিই না।’
টুইঙ্কেলর এই মন্তব্যে হতবাক হয়ে যান অক্ষয়। তবে কথাটি যে নিছকই মজার ছলে বলেছেন, তা আর বুঝতে কারও বাকি নেই। সেই বক্তব্যের প্রশংসা করেন অনেকেই। ২৪ বছরের সুখের দাম্পত্যজীবন কাটিয়ে এখনো বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অক্ষয়-টুইঙ্কেল।
কেএন/এসএন