সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছিল রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের সম্পর্ক ভেঙে গিয়েছে। নকশী নামের এক নারীর প্রেমে মজেছেন নির্মাতা রেদওয়ান রনি। তবে রনি এসব খবরকে একেবারে 'ব্যান' সিল মেরে দিলেন এক ছবিতে।
দীর্ঘদিন ধরেই শোবিজের বাতাসে অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। তবে এ নিয়ে বরাবরই নীরবতা পালন করেছেন তারা দুজন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা সিনেমার বিশেষ প্রদর্শনীতে সব সময় পাশাপাশি দেখা গেছে তাঁদের। তবে সম্প্রতি তাঁদের সম্পর্কে ভেঙে গেছে বলে গুঞ্জন ওঠে।
এই খবরের একদিন পরেই রেদওয়ান রনি একটি ছবি পোস্ট করলেন যেখানে দেখা গেল সাদিয়া আয়মান ও তিনি খুব কাছাকাছি। ছবিটি অভিনেত্রী নাবিলার বাসায় তোলা। সেখানে নিমন্ত্রণ ছিল।
সামাজিক মধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে রনি লিখেছেন, শুক্রবারের আড্ডা, সাথে ইলিশ খিচুরী ও মায়াময় সময়। আহা ! সিনেমার দৌড়ের মধ্যে একটু “দম” নিলাম যেন।
ধন্যবাদ Masuma Rahman Nabila Jubaidul Haque Reem এরকম ভালোবাসায় সবাইকে একসন্ধ্যায় বেঁধে ফেলার জন্য। নিজেকে লুকিয়ে রেখে সুন্দর মুহূর্ত ফ্রেমবন্ধি করার জন্য ধন্যবাদ।
এর আগে রনির সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে সাদিয়া বলেছিলেন, ‘এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা একটা ভুল ইনফরমেশন।’
এই ছবি পোস্ট করার পর বোঝা গেল আসলেই সব ভুল। সম্পর্ক এখনো চলমান
এবি/এসএন