“ভালো কথা খারাপ লোকে বললেও তা গ্রহণ করবে"

সক্রেটিস ছিলেন একজন গ্রিক দার্শনিক। বিশ্বে যত বড় বড় দার্শনিকের জন্ম হয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম।

সক্রেটিস ৪৭০ খ্রিষ্টপূর্বে গ্রীসের রাজধানী এথেন্সে জন্মগ্রহণ করেন। তাকে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়। তিনি এমন এক দার্শনিক চিন্তাধারা জন্ম দিয়েছেন, যা দীর্ঘ ২০০০ বছর ধরে পশ্চিমা সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে।

সক্রেটিস ছিলেন এক মহান সাধারণ শিক্ষক, যিনি কেবল শিষ্য গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রদানে বিশ্বাসী ছিলেন না। তার নির্দিষ্ট কোনো শিক্ষায়তন ছিল না। যেখানেই যাকে পেতেন তাকেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন।

খ্রিস্টপূর্ব ৩৯৯ অব্দে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হেমলক বিষ পানের মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া হয়।

তাঁর একটি উক্তি হলো-

“ভালো কথা খারাপ লোকে
বললেও তা গ্রহণ করবে।”

Share this news on: