ইসরায়েলের হামলায় একই পরিবারের ৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নতুন করে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে আরও অন্তত ১২ জন আহত হয়েছে।

মঙ্গলবার থেকে বুধবার দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। এ নিয়ে গাজায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়। আহতের সংখ্যা শতাধিক।

মঙ্গলবার সকালে গাজা উপত্যকার একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদির (পিআইজে) সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডসের কমান্ডার বাহা আল-আতা ও তার স্ত্রী। ওই হামলায় ওই দম্পতির তিন সন্তান ও কয়েকজন প্রতিবেশী আহত হন। এ ঘটনার প্রতিশোধ নিতে গাজা থেকে বেশ কিছু রকেট ছোড়া হয় ইসরায়েল। এরপর ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাল্টা জবাব দেয় ফিলিস্তিনিরা। তারা ইসরায়েলে ছয় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পিআইজে’র একজন মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেল আবিব যুদ্ধ শুরু করলেও যুদ্ধ শেষ করার ক্ষমতা তাদের হাতে থাকবে না এবং চলমান সংঘাতের সম্পূর্ণ দায়-দায়িত্ব ইসরায়েলকে বহন করতে হবে।

মিশরের মধ্যস্থতায় দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছে বলে এরইমধ্যে খবর এসেছে। ইসরায়েল ইসলামি জিহাদের শর্ত মেনে নিয়েছে। ইসলামি ইরানসহ বিভিন্ন দেশ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আরব লীগ ইসরায়েলি হামলার নিন্দা করেছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ইসরায়েলি হামলার সমালোচনা করেছে। সংগঠনটি ফিলিস্তিনিদের যেকোনো সংগ্রামের প্রতি নিজেদের সমর্থনের কথা ব্যক্ত করেছে।

 

টাইমস/এসআই

Share this news on: