কাওয়াল ও সুফি সংগীতের কিংবদন্তি, সুরের জাদুকর ওস্তাদ নুসরাত ফতেহ আলী খান। উপমহাদেশের এই কাওয়ালি সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত হতে যাচ্ছে এক অনন্য আধ্যাত্মিক সুফি সংগীতের সন্ধ্যা 'শাম-ই-নুসরাত'।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সন্ধ্যা ৬টা থেকে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামের মঞ্চ সেজে উঠবে সুফি সংগীতের রহস্যময় আবহে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের জনপ্রিয় সুফি ব্যান্ড ক্বরার-দ্য সুফি ব্যান্ড কর্তৃপক্ষ।
এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য হলো নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ অসাধারণ সংগীত ঐতিহ্য, তার আধ্যাত্মিক সুরের মহিমা এবং মানবপ্রেমের শাশ্বত বার্তাকে নতুন প্রজন্মের কাছে আন্তরিকভাবে পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানজুড়ে পরিবেশিত হবে সুফি ঘরানার চিরন্তন কাওয়ালী ও আধ্যাত্মিক সংগীত। এই আয়োজন শ্রোতাদের নিয়ে যাবে এক অনির্বচনীয় মরমি অনুভূতির জগতে।
বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবে সুফি ব্যান্ড ‘ক্বরার-দ্য সুফি ব্যান্ড’। তারা ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ শ্রদ্ধানিবেদন পরিবেশনা উপহার দেবে।
এছাড়াও, থাকবে মনোমুগ্ধকর সুফি নৃত্য পরিবেশনা, যা সন্ধ্যার সামগ্রিক আবহকে আরও রহস্যময় ও মায়াময় করে তুলবে। ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশন এবং ক্বরার– দ্য সুফি ব্যান্ডের যৌথ উদ্যোগে এই বিশেষ সুফি আয়োজনটি সফল হতে চলেছে।
আরপি/টিকে