হজ-ওমরাহ পালনে ১০ লাখ ফিলিস্তিনি মুসলিমের বাধা

ইসরায়েলি নাগরিকত্ব থাকা ফিলিস্তিনি মুসলিমদের সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রিয়াদ। এই নিষেধাজ্ঞার ফলে ওই মুসলিমরা পবিত্র হজে অংশ নিতে পারবেন না। ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি মুসলিমরা ১৯৭৮ সাল থেকে জর্ডানের অস্থায়ী পাসপোর্ট ব্যবহার করে আসছিলেন। কিন্তু সৌদি আরব নতুন পাসপোর্ট আইন করায় জর্ডানের অস্থায়ী পাসপোর্ট আর গ্রহণযোগ্য হবে না।

যে কারণে ইসরায়েলি মুসলিমরা পবিত্র ওমরাহও পালন করতে পারবেন না। এদিকে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকার যেসব ফিলিস্তিনি জর্ডানের অস্থায়ী পাসপোর্ট ব্যবহার করেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন।

Share this news on:

সর্বশেষ