খুচরা বাজারে ৫০ টাকা কমে পেঁয়াজের কেজি ১৫০ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা। মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দামে এমন তারতম্য লক্ষ্য করা গেছে।

শনিবার খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা দরে। আর রোববার তা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা দরে।

বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ এখন সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসছে বলে জানান হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি।

দেশজুড়ে প্রশাসনের পক্ষ থেকে বাজারে মনিটরিং শুরু করায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে তিনি মনে করছেন।

 

টাইমস/এসআই

Share this news on: