রাজশাহীতে অধ্যক্ষকে পুকুরে নিক্ষেপ: মূলহোতাসহ আরও পাঁচজন গ্রেপ্তার

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় মূলহোতাসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে নগরীর বেলপুকুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পলিটেকনিক শাখা ছাত্রলীগের সদ্যবহিষ্কৃত যুগ্ম-সম্পাদক মামলার এক নম্বর আসামি কামাল হোসেন সৌরভ, দুই নম্বর আসামি মুরাদ, তিন নম্বর আসামি শান্ত, ছয় নম্বর আসামি সালমান ওরফে টনি এবং সাত নম্বর আসামি রায়হানুল হাসান হাসিব। তারা সবাই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী।

আরএমপি মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং বেলপুকুর থানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

রাজশাহীতে অধ্যক্ষকে পুকুরে নিক্ষেপ: আরও চারজন গ্রেপ্তার

রাজশাহীতে 'অধ্যক্ষকে' তুলে পুকুরে ফেলল ছাত্রলীগ

 

টাইমস/এইচইউ

Share this news on: