রাউজানে বিপুল পরিমাণ অস্ত্রসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে পূর্ব রাউজনের ঘেড়া সামশু টিলা এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মিজানুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পূর্ব রাউজানের রাবার বাগান সংলগ্ন ঘোড়া সামছু টিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুস্কৃতকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় মোহাম্মদ আলমগীর নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি শর্টগান ১০টি, গ্যাস গান সদৃশ অস্ত্র ১টি, ৬টি দেশিয় তৈরি পাইপ গান, ১টি পুরাতন ম্যাগজিন, ৭টি কার্তুজ, ৭টি কার্তুজের খোসা, দেশিয় তৈরি একনলা বন্দুকের তিনটি অংশসহ অস্ত্র তৈরির আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: