“কথার শক্তিকে না জেনে মানুষকে জানা অসম্ভব”

চীনের ঐতিহ্য আর সংস্কৃতির কথা বলতে গেলে সে দেশের একজন বিখ্যাত ব্যক্তির কথা অবশ্যই উল্লেখ করতে হবে, তিনি হলেন কনফুসিয়াস। কনফুসিয়াস জন্মেছিলেন প্রাচীন চীনের লু নামক ক্ষুদ্র রাজ্যে (বর্তমানে শ্যানডং প্রদেশের অন্তর্গত) আনুমানিক ৫৫০ খ্রিস্টপূর্বাব্দে।

তিনি ছিলেন একজন বিশিষ্ট চীনা দার্শনিক, যার দর্শন পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামের মতো দেশের সামাজিক জীবন, কর্ম-পেশা, নৈতিকতা ও আদর্শকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল।

কনফুসিয়াস হলেন চীনের কনফুসিয়ান তত্ত্বের প্রতিষ্ঠাতা। দু’হাজার বছর ধরে চীনে কনফুসিয়ান তত্ত্বের প্রভাব শুধু রাজনীতি ও সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে নয়, চীনাদের চিন্তাধারা ও আচার-আচরণেও আছে।

খ্রিস্টপূর্ব ৪৭৯ সালে কনফুসিয়াসের মৃত্যু হয় ।

তার একটি উক্তি হলো-

“কথার শক্তিকে না জেনে মানুষকে জানা অসম্ভব।”

Share this news on: