বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন আবারও সামাজিক বার্তা ছড়িয়ে আলোচনায়। এক অনুষ্ঠানে তিনি বলেন, “‘না’ নিজেই এক বাক্য। ‘না’ মানে ‘না’। কেউ যদি এটা বলে, তোমাকে সেখানে থেমে যেতে হবে।”
এই বক্তব্যের মাধ্যমে তিনি নারী সম্মান ও ব্যক্তিগত সীমারেখা বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
অমিতাভ বচ্চনের এই উক্তি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন বলিউডের এই মেগাস্টারকে। অনেকেই বলছেন, “এই বার্তাটি শুধু নারীর প্রতি নয়, সমাজের প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য।”
অভিনয়জগতে অর্ধশতাব্দীর বেশি সময় ধরে সক্রিয় অমিতাভ বচ্চন এখনও তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক। তাঁর এই বক্তব্য প্রমাণ করে, বয়স নয় -মনোভাবই একজন মানুষকে আধুনিক ও প্রভাবশালী করে তোলে।
পিএ/টিএ