বাংলা সংগীতাঙ্গন আবার আলোচনায় আনলেন গায়ক ও গীতিকার অনুপম রায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানালেন, তিনি কারও রাজনৈতিক বা মতাদর্শিক লবির অংশ নন। নিজের পথ নিজের মতো করে হেঁটেই তিনি চলেছেন এবং যাবেনও একাই। একই সঙ্গে স্পষ্ট করে বলেছেন, শিল্পীসত্তার জায়গায় কারও সঙ্গে তার বিরোধ নেই, বরং সবার সঙ্গেই তার সম্পর্ক ভালো।
তার এই বক্তব্য ঘিরে সংগীতমহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, সাম্প্রতিক সময়ে ভারতে বিভিন্ন শিল্পী রাজনৈতিক বা মতাদর্শিক ঘরানায় ভাগ হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে অনুপম রায় নিজের অবস্থান নিঃশব্দে কিন্তু দৃঢ়ভাবে জানিয়ে দিলেন। যদিও তিনি আক্রমণাত্মক নন, তার এই বার্তায় বোঝা গেল তিনি স্রেফ শিল্প ও দায়িত্ববোধ নিয়ে বাঁচতে চান — কোনও শিবির বা গোষ্ঠীর হয়ে কথা বলতে নয়।
অনুপম রায় বরাবরই অন্তর্মুখী সুরের মানুষ হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবন থেকে প্রেম-বিরহ কিংবা সমাজের নরম আলাপ — সবকিছু তিনি নরম স্বরে বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এবারও ঠিক তেমনই এক দার্শনিক স্বরে বললেন, “সবাই একা এসেছি, একাই যেতে হবে।” যেন স্মরণ করিয়ে দিলেন, শিল্পের পথ শেষ পর্যন্ত নির্জন, এবং সেই পথেই নিজের সত্যকে ধরে রাখা একজন শিল্পীর নৈতিক দায়িত্ব।
ইএ/টিএ