বিকাশে টাকা পাঠাতে পারবেন এনআরবির গ্রাহকরা

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের গ্রাহকরা এখন থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন। সম্প্রতি বিকাশ ও এনআরবি যৌথভাবে এ সেবার উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার বিকাশ এক বিজ্ঞপ্তিতে জানায়, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের গ্রাহকরা এখন থেকে যেকোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। গ্রাহকরা তাদের এনআরবিসি প্ল্যানেট অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করে বেনিফিসিয়ারি হিসেবে বিকাশ নম্বর যোগ করার পর টাকার পরিমাণ ও তৎক্ষণাৎ প্রেরিত ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে সহজেই ট্রানজেকশন সম্পন্ন করতে পারবেন। এর জন্য গ্রাহকদের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক ছাড়াও বর্তমানে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এবং যমুনা ব্যাংকের গ্রাহকরাও তাদের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন।

 

টাইমস/এসআই

 

Share this news on: