দুই দিনে গ্রামীণফোনের শেয়ারের দাম কমেছে প্রায় ২২ টাকা

দুই দিনে মোবাইল অপারেটর গ্রামীণফোনের শেয়ারের দাম কমেছে ২১ টাকা ৭০ পয়সা।

রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে বিটিআরসিকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয়ার পর এই দাম কমল।

নির্দেশনা দেয়ার আগে শনিবার গ্রামীণফোনের শেয়ারের দাম ছিল ৩২৯ টাকা ৫০ পয়সা। রোববার কমে দাঁড়ায় ৩১২ টাকায়। সোমবার আরও ৪ টাকা ২০ পয়সা কমে শেয়ারের দাম ৩০৭ টাকা ৮০ পয়সায় গিয়ে ঠেকে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা দাবি করার পর থেকেই শেয়ার বাজারের বৃহৎ এই কোম্পানিটির শেয়ারের দাম কমতে থাকে।

যার প্রভাব পড়ে শেয়ার বাজারের সার্বিক লেনদেনে। এমন অবস্থায় অর্থমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গ্রামীণফোনের সাথে সভা করে কোন সমাধানে পৌঁছাতে পারেনি। পরে তারা হাল ছেড়ে তা আদালতের মাধ্যমে সুরাহার জন্য বলেন।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: