“মিথ্যের পা থাকে না, কিন্তু কলঙ্কের পাখা থাকে”

যুক্তরাজ্যের বিখ্যাত ধর্মপ্রচারক ও ইতিহাসবিদ টমাস ফুলার। ১৬০৮ সালের ৯ জুন যুক্তরাজ্যের নর্থাম্পটন শেয়ারে তিনি জন্মগ্রহণ করেন।

তীক্ষ্ম বুদ্ধির অধিকারী ফুলার মাত্র তেরো বছর বয়সে ক্যামব্রিজের কুইন্স কলেজে ভর্তি হন এবং ২০ বছর বয়সেই মাস্টার্স সম্পন্ন করেন।

ওর্থিস অফ ইংল্যান্ড, চার্চ-হিস্ট্রি অব ব্রিটেন, আবেল রেডিভিয়াস, দ্য পিসগাহ সাইট অব প্যালেস্টাইন তার রচিত কয়েকটি বিখ্যাত বই।

টমাস ফুলার ১৬৬১ সালের ১৬ আগষ্ট লন্ডনের কোভেন্ট গার্ডেনে টাইফাস জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

তাঁর বিখ্যাত একটি উক্তি হলো-

“মিথ্যের পা থাকে না, কিন্তু
কলঙ্কের পাখা থাকে।”

Share this news on: