শিবপুরে ভোট কেন্দ্রে এজেন্ট খুনের ঘটনায় মামলা হয়নি এখনও

নরসিংদী-৩ (শিবপুর) আসনে মো. মিলন মিয়া (৪৫) নামের এক নির্বাচনী এজেন্ট খুনের ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। তবে নিহতের লাশ ময়না তদন্ত শেষে পারিবারিকভাবে দাফন সম্পন্ন করা হয়েছে। 
 
সোমবার দুপুরে বিষয়টি বাংলাদেশ টাইমসকে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
 
এর আগে রোববার দুপুরে নরসিংদী ৩ (শিবপুর) আসনের কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে মো. মিলন মিয়ার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিলন মিয়া উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামের হযরত আলীর ছেলে। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী এজেন্ট ছিলেন। 
 
উল্লেখ্য, রোববার দুপুরে কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নৌকার প্রার্থী জহিরুল হক ভূঞা মোহন ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম মোল্লার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই সরিয়ে দেয়। এর কিছুক্ষণ পরই কেন্দ্রের অদূরে মো. মিলন মিয়া নামের একজনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
 
 
টাইমস/ কেআরএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ