‘ট্যুরিজম খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে’

বিদেশি বিনিয়োগের মাধ্যমে ট্যুরিজম খাতের উন্নয়ন করা হলে দেশের অবস্থা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

সিরাজুল ইসলাম বলেন, বিশ্বের অনেক দেশ বিদেশি বিনিয়োগের মাধ্যমে পর্যটন খাত উন্নয়ন করেছে। বিদেশিরা চান নিরাপত্তা ও পলিসি সাপোর্ট। এ দুটো বিষয় নিশ্চিত করা গেলে প্রচুর বিদেশি পর্যটক বাংলাদেশে আসবেন।

আমাদের ফরেন ইনভেস্টমেন্টের চেয়ে লোকাল ইনভেস্টমেন্ট বেশি হওয়ায় অর্থনৈতিক ভিত্তি মজবুত। তবে লক্ষ্য পৌঁছাতে হলে ফরেন ইনভেস্টমেন্ট দরকার বলে জানান বিটার নির্বাহী চেয়ারম্যান।

বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামীর সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শঙ্কর রঞ্জন সাহা, স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্ত্তী প্রমুখ।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: