বাংলাদেশের ক্রিকেট উত্তাল জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে। এই সময়ের মধ্যে আজ বিসিবির ক্রিকেট কনফারেন্স আয়োজিত অনুষ্ঠানে বিসিবির পরিচালক ও গায়ক আসিফ আকবর 'ফুটবলারদের ব্যবহার খুব খারাপ', 'ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না সারা দেশে। কারণ, তারা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে' এ রকম বিদ্বেষমূলক মন্তব্য করেন।
আসিফের এমন মন্তব্যের পর ফুটবলাঙ্গনে আসিফের তীব্র সমালোচনা হচ্ছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, 'একজন সুস্থ ও ভদ্র মানুষ কখনো একটি খেলা ও খেলোয়াড় নিয়ে এ রকম মন্তব্য করতে পারে না। এই মন্তব্যের মাধ্যমে তার রুচি, জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটেছে। অত্যন্ত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'
আসিফ আকবরের পরিচিতি মূলত গায়ক হিসেবে। অনেকটা আকস্মিকভাবে বিসিবির পরিচালক হয়েছেন। এখন কুমিল্লা জেলার হয়ে ক্রিকেটার খেলার পরিচয় আসছে। এই মন্তব্যের পর আসিফের ক্রীড়া সত্ত্বা ও বিসিবির পরিচালক হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন এমিলি, 'একজন প্রকৃত সংগঠক কখনো এভাবে বলবেন না। তিনি যে সংগঠক নন সেটারই পরিচয়। আমরা খুব শীঘ্রই তার এই মন্তব্যের জন্য বড় পরিসরে পদক্ষেপ গ্রহণ করব।'
কুমিল্লা স্টেডিয়াম আবাহনী-মোহামেডানের ভেন্যু। সেই ভেন্যুতে ফুটবল হওয়ায় ক্রিকেট লিগ আয়োজনে সমস্যা হয়৷ এজন্য তিনি বোর্ডের সভাপতি সহ অন্যদের বাফুফের সঙ্গে আলোচনা করতে বলছেন। প্রয়োজনে মারামারির কথাও বলেছেন। দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক সামাজিক মাধ্যমে আসিফের মন্তব্যকে ইঙ্গিত করে কাণ্ড-জ্ঞানহীন আখ্যায়িত করেন। প্রতিপক্ষ বানালে ফুটবলও মারামারি করে জবাব দিতে প্রস্তুত এমনটা উল্লেখ করেছেন।
আসিফের মন্তব্য নিয়ে বাফুফে, সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি৷ তবে বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার বিজন বড়ুয়া, জাকির হোসেন চৌধুরী, গোলাম গাউস, কামরুল হাসান হিল্টন ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের খেলোয়াড়ী জীবন শুরু হয়েছে ফুটবল দিয়ে। তিনি আশি-নব্বইয়ের দশকে ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন। সাবেক ফুটবলার হয়েও ফুটবল সম্পর্কে এ রকম কুরুচিপূর্ণ বক্তব্যের সময় ভিডিওতে তাকে হাস্যোজ্জ্বল ও মৃদু তালি দিতে দেখা যায়।
পিএ/টিএ