ফরিদপুরে ‘চোর সন্দেহে’ রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

ফরিদপুর সদর উপজেলায় ‘চোর সন্দেহে’ এক রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম আতিয়ার শেখ (৩৫)।

বুধবার রাতে উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আতিয়ার ওই গ্রামের মৃত ইমান শেখের ছেলে। তার স্ত্রীসহ তিন ছেলে রয়েছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের বড় ভাই লুৎফরের অভিযোগ, বুধবার রাত ৯টার দিকে মমিনখাঁর হাট এলাকা হতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আতিয়ার। পথে বাড়ির অদূরে তার পথরোধ করে পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের রুবেলসহ কয়েকজন তাকে পিটিয়ে আহত করে। পরে হামলাকারীরা তাকে রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রেখে আসে।

তিনি বলেন, আমরা বৃহস্পতিবার সকালে খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।

কোতোয়ালী থানার এসআই বেলাল হোসেন জানান, খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই রাজমিস্ত্রির লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চোর সন্দেহে তাকে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: