শামসুজ্জামানের পর এন্ড্রু কিশোরের মৃত্যু নিয়েও গুজব!

কিছুদিন আগে কিংবদন্তী অভিনেতা এটি এম শামসুজ্জামানের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তারই ধারাহিকতায় এবার একইভাবে মৃত্যুর খবর বেরিয়েছে দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে নিয়ে।

গতকাল রাত থেকে ফেসবুক ও ইউটিউবে শিল্পীর মৃত্যু নিয়ে নানা পোস্ট করা হচ্ছে। এ প্রসঙ্গে শনিবার এন্ড্রু কিশোরের শিষ্য ও সংগীতশিল্পী মোমিন বিশ্বাস বাংলাদেশ টাইমসকে বলেন, এটি শুধুই গুজব। কিছুক্ষণ আগেই দাদার (এন্ড্রু কিশোর) সঙ্গে আমি নিজেই কথা বলেছি। দাদা অসুস্থ, তাই বলে কাউকে এভাবে মেরে ফেলা ঠিক না।

এসময় তিনি শিল্পীর মৃত্যুর গুজব না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়ে বলেন, আসলে এটা খুবই দুঃখজনক।

এদিকে দুই মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন এন্ড্রু কিশোর। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এ শিল্পী। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এর পর থেকে নিয়মিত কেমোথেরাপি দেয়া হচ্ছে শিল্পীকে।

 

টাইমস/জেকে

Share this news on: