খুলনায় অসুস্থ হয়ে আরও এক পাটকল শ্রমিকের মৃত্যু

খুলনায় অসুস্থ হয়ে সোহরাব হোসেন (৫৫) নামে এক পাটকল শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোহরাব খুলনার প্লাটিনাম জুট মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান জানান, প্লাটিনাম জুবিলি জুট মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক সোহরাব সকালে মারা গেছেন।

পাটকল শ্রমিকদের অনশনকালে তিনি অসুস্থ হয়ে মিল গেটের পার্শ্ববর্তী মনিষা ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। এরপর সুস্থ হয়ে শনিবার মিলে কাজে যোগ দেন। রোববার ভোরে নিজ বাসায় ফের অসুস্থ হয়ে পড়লে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে মারা যান তিনি।

এর আগে, ১০ ডিসেম্বর থেকে মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে তারা এ অনশন কর্মসূচি পালন করেন। ১২ ডিসেম্বর সন্ধ্যায় আমরণ অনশনে অসুস্থ হয়ে প্লাটিনাম জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক আব্দুস সাত্তার (৫৫) মারা যান। বুদ্ধিজীবী বিজয় দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর রাত একটায় তিন দিনের জন্য অনশন স্থগিত করেন শ্রমিকরা।

খুলনায় অনশনে অসুস্থ হয়ে পাটকল শ্রমিকের মৃত্যু

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ