পেঁয়াজ বিক্রি করে কোটিপতি!

পেঁয়াজের উর্ধ্বমুখি দামের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস হলেও পেঁয়াজ বিক্রি করে কোটিপতি বনে গেছেন ভারতের কর্ণাটকের বাসিন্দা মল্লিকার্জুনা (৪২)।

মাত্র ১০ একর জমিতে পেঁয়াজ চাষ করে লাভ করেছেন কোটি টাকার ওপরে।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মল্লিকার্জুনা ১৫ লাখ টাকা ব্যাংক ঋণ নিয়ে ১০ একর জমিতে পেঁয়াজ চাষ করেন। এতে পেঁয়াজ উৎপাদিত হয় ২৪০ টন।

এই পেঁয়াজ বিক্রি করে তিনি ব্যাংকের ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ করেও এক কোটি টাকার বেশি লাভ করেছেন।

মল্লিকার্জুনা জানান, পেঁয়াজ বিক্রি করে কোটি টাকার ওপরে লাভ করেছি। আরও ১০ একর জমি লিজ নিয়ে ৫০ জন শ্রমিক ভাড়া করে পেঁয়াজ রোপণ করছি।

ভারতে বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ প্রায় ১২০ রুপিতে বিক্রি হচ্ছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: