খুবি শিক্ষক সমিতির সভাপতি ডা. মাহমুম, সা. সম্পাদক ড. আশীষ

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজির বিভাগের অধ্যাপক ডা. মাহমুম হোসেন ও সাধারণ সম্পাদক পদে স্বাশিপ সমর্থিত প্রার্থী অধ্যাপক ড. আশীষ কুমার দাশ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার কামরুল হাসান ফল প্রকাশ করেন।

শিক্ষক সমিতির নির্বাচনে ১৩ পদেই জয় পেয়েছেন আওয়ামীপন্থি শিক্ষকগণ।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে, দেখা যায় আওয়ামীপন্থি দুটি প্যানেল যথাক্রমে স্বাধীনতা পরিষদ (স্বাশিপ) ১১টি পদে এবং বঙ্গবন্ধু পরিষদ প্যানেল ২টি পদে জয়ী হয়। তবে বিএনপি পন্থিদের প্যানেল ন্যাশনাল টিচার্স অ্যাসোসিয়েশন কোন পদ পায়নি।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি পদে অধ্যাপক মো. শরীফ হাসান লিমন, যুগ্মসাধারণ সম্পাদক পদে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শামীম আক্তার, কোষাধ্যক্ষ ফার্মাসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. উৎপল কুমার কর্মকার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রিন্ট মেকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নাদিমুদ্দোলা, প্রকাশনা সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক সুমন চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার, অধ্যাপক ড. সারওয়ার জাহান, সহকারী অধ্যাপক শাহিন পারভেজ, সহকারী অধ্যাপক ছোটন দেবনাথ, সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ এবং সহযোগী অধ্যাপক ড. ইউ. এইচ রুহিনা জেসমিন নির্বাচিত হন।

 

টাইমস/এএইচ/টিএইচ

Share this news on: