গাজীপুরে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের মণিপুর তালতলী এলাকায় অভিযান চালিয়ে তিতাসগ্যাস কোম্পানীর ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার ভবানিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক।

জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় প্রভাবশালীরা লাইনগুলিকে অল্পদিনের মধ্যে বৈধ করে দেয়ার আশ্বাস দিয়ে বাসাবাড়িতে অবৈধ গ্যাস লাইন দেন। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভবানিপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই এলাকার ৩ কিলোমিটার এলাকার ৪শ বাড়ির প্রায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তিতাস গ্যাস গাজীপুর অঞ্চলের ব্যবস্থাপক এরশাদ মাহমুদ জানান, অভিযান পরিচালনা করে জেল ও ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানাসহ অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। যারা এই অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে।

তিনি জানান, আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া, জেলায় একটিও অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এই অভিযান চলবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: