বাবুগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার মধ্যরাতে বাবুগঞ্জের নতুনহাট এলাকার কামীনি পেট্রোল পাম্প সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার রাজগুরু এলাকার হায়দার আলী খলিফার ছেলে ও অটোরিকশা চালক সিদ্দিকুর রহমান (৫৫), একই এলাকার রামপট্টি এলাকার মৃত আ. রবের ছেলে ও সংবাদপত্র বিক্রেতা লোকমান হোসেন (৩৭)।

জানা গেছে, শুক্রবার মধ্যরাতে বাবুগঞ্জের নতুনহাট এলাকার কামীনি পেট্রোল পাম্প সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে যশোর থেকে কুয়াকাটাগামী বিআরটিসি’র একটি বাস বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক সিদ্দিকুর রহমান ও এর আরোহী লোকমান হোসেন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ দুর্ঘটনায় বাসটিকে আটক করা হলেও অন্যরা পালিয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: