বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় আমাদের সুযোগ এলে শিক্ষকদের দাবি আদায়ে আর রাস্তায় দাঁড়াতে হবে না। তাদের দুঃখ-দুর্দশা, চাহিদা, সম্মানী, বৈষম্য দূরীকরণসহ সব সমস্যার সমাধান হবে, ইনশাআল্লাহ। আমাদের সুযোগ এলে ভবিষ্যতে আধুনিক ও মানবিক রাষ্ট্র গঠনে শিক্ষকদের সম্পৃক্ততা থাকবে সব সময়। শুধু মুখে নয়, শিক্ষকরা যে জাতি গঠনের মূল কারিগর—সেটা তাদের কাজের সুযোগ করে দিয়ে প্রমাণ করা হবে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলার সম্মেলন এবং বিশ্ব শিক্ষক দিবসে তারেক রহমানের বক্তব্যের তাৎপর্য বিষয়ক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নভেম্বর বাংলাদেশের জন্য ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এই নভেম্বরে সিপাহী বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান মুক্ত হওয়ার পর দেশে গণতান্ত্রিক ধারা প্রবর্তন করেছিলেন। তিনি মেধাবীদেরকে শিক্ষকতা পেশায় যুক্ত করেছিলেন।
দেশে-বিদেশে থাকা মেধাবীদের নিয়ে দেশ গঠনে একযোগে কাজ করেছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীনে ভূমিকা রেখেই দমে যাননি, স্বনির্ভর বাংলাদেশ গঠনে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করেছেন।
আসলাম চৌধুরী বলেন, চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিলেন এবং আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি প্রত্যয় ব্যক্ত করে থেমে থাকেননি। রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন।
পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং মেবাধী ও স্বনির্ভর স্বদেশ গঠনে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। দেশের সব দূর্বিপাকে জিয়া পরিবার সব সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ১৯৯০-এ স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২৪-এর জুলাই অভ্যুত্থানেও জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য।
বাকশিস চট্টগ্রাম জেলা আহ্বায়ক উপাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম রাজুর সভাপতিত্বে ও সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন ও অধ্যাপক রওশন আক্তার এবং অধ্যাপক মাসুদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএসএম আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।
এবি/টিকে