অদ্ভুত সব কাণ্ডের জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হতে দেখা যায় উত্তর কোরিয়াকে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের খেলা দেখানো নিষিদ্ধ করেছিলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন হিউং মিনের জন্য। এবার অদ্ভুত কিছু শর্তে ইংলিশ প্রিমিয়ার লিগ সম্প্রচার করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।
ইতিহাসে প্রথমবার উত্তর কোরিয়া প্রিমিয়ার লিগের ম্যাচ সম্প্রচার করবে। তবে এটি হবে কিম জং-উনের নির্দেশিত কঠোর নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইংলিশ লিগটির ম্যাচগুলো স্থানীয় দর্শকদের কাছে পৌঁছানোর আগে ব্যাপকভাবে কাঁটসাট আর সম্পদনা করা হবে।
চলতি বছরে এপ্রিলেই প্রিমিয়ার লিগের ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা ছিল উত্তর কোরিয়ার। তবে সেটা আর বাস্তবায়িত হয়নি। এবারও শর্তাবলী আগের মতোই থাকবে।
উত্তর কোরিয়ার নাগরিকরা বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিড়ের ম্যাচগুলো উপভোগ করতে পারবে, তবে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে। এর মধ্যে রয়েছে অদ্ভুত কিছু নিয়ম। যেমন ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে না। ৯০ মিনিটের খেলা পরিমার্জন করে তারপর সম্প্রচার করা হবে।
ছেঁটে ফেলা হবে এলজিবিটিকিউ প্রতীক দেখানো যেকোনো দৃশ্য। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের ছবি বা অংশ দেখানো যাবে না। উদাহরণস্বরূপ, কিম জি-সু (ব্রেন্টফোর্ড) এবং হ্বাং হি-চান (উলভরহ্যাম্পটন) কে দেখানো হবে না। এছাড়া স্টেডিয়ামে প্রদর্শিত ইংরেজি লেখা সম্পাদনা বা মুছে ফেলা হবে। বিশেষ এক গ্রাফিক্স ব্যবহার করে ইংরেজি লেখার জায়গায় কোরিয়ান ভাষা থাকবে।
এবি/টিকে