বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জে এম জাহিদ হোসেন বলেছেন, ‘কোনো মার্কায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া যাবে না, আমাদের আমলই ঠিক করবে আমরা দোজখে যাব নাকি বেহেশতে যাব, আর কিছুই নয়।’
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
জাহিদ হোসেন বলেন, ‘ভোটারের আস্থা অর্জন করতে হবে। এ জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দলেন সব ধরনের নেতাকর্মীর প্রয়োজন আছে।
ভোটের মাঠে জনগণের আস্থা অর্জনে সেসব নেতাকর্মীকে সামনে দিতে হবে, যাদের দেখলে ভোটাররা আস্থা পায়, ঐক্যবদ্ধ হয়। কোনো অবস্থাতেই আমরা মুসলমান, আমরা হিন্দু, আমরা খিস্টান-ধর্মীয় পরিচয়কে আলাদ রাখতে হবে। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে।’
জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে ধর্মকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না।
কেউ বলছে অমুক মার্কায় সিল দিলে অমুক জায়গার যাওয়ার টিকিট পাওয়া যাবে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, টিকিট যদি দেয় টিকিট দেবে আমার আমল, টিকিট কোনো অবস্থাতেই ভোটের সিল আপনাকে দেবে না। আমাদের আমলই পারে আমাদের পৌঁছে দিতে দোজখ অথবা বেহেশতে।’
তিনি বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগ ১৭৪ দিন হরতাল করে, গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছিল।
আবার কয়েক দিন আগে লকডাউন ঘোষণায় আগুন দিয়ে গাড়ি পুড়েছে ও মানুষ মেরেছে। আমরা ওই সব দিন আর দেখতে চাই না, ফিরে যেতে চাই মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য।’
জেলা বিএনপির সভাপতি অ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গোলিয়া, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, আবু বকর সিদ্দিক, নাজমা মসির, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি প্রমুখ।
এবি/টিকে