লিগা এফ বা স্প্যানিশ মেয়েদের ফুটবল লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। মেয়েদের এল ক্ল্যাসিকোতে লস ব্লাঙ্কোসদের ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালান মেয়েরা। ম্যাচের পুরোটা সময়জুড়ে দাপট দেখিয়েছেন আইতানা বনমাতি-অ্যালেক্সিয়া পুতেল্লসরা। এ জয়ে রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে বার্সা মেয়েরা।
বার্সার মাঠে কাতালানদের হয়ে জোড়া গোল করেন ইভা পাজোর। এবং একটি করে গোল করেন আইতানা বনমাতি ও সিডনি শেরটেনলিব। ম্যাচের ১৫ মিনিটে বার্সার লিড এনে দেন ইভা। এরপর রিয়াল মাদ্রিদকে ম্যাচে ফিরতে না দিয়ে ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
পুরো ম্যাচের ৬৫ শতাংশ বল দখলে ছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে পুরো ৪৫ মিনিট জালের দেখা পায়নি কোন দল। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে বার্সেলোনার তৃতীয় গোল করেন সিডনি। যোগ করা তৃতীয় মিনিটে স্কোরবোর্ডে চতুর্থ গোল যোগ করেন বনমাতি।
লিগা এফে ১১ ম্যাচে ১০ জয় ও ১ হারে ৩০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে বার্সেলোনা। ১১ ম্যাচে ৭ জয় ও ২টি করে ড্র ও হারে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল সোসিয়েদাদ।
আইকে/টিএ