ফুটবল খেলার তাগিদে বিভিন্ন দেশ, বিভিন্ন শহরে ফুটবলারদের যেতেই হয়। তবে গত ছয় মাসে লাউতারো মার্টিনেজ যত ঘুরেছেন, সেই দূরত্ব হিসাব করলে তিনবার পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে যায়!
গতকাল (শুক্রবার) অ্যাঙ্গোলার লুয়ান্ডায় আর্জেন্টিনা স্বাগতিকদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে। বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটি ২-০ তে জিতেছে লাউতারো ও লিওনেল মেসির গোলে। দুজনই দুজনকে গোল বানিয়ে দিয়েছেন। বছরের শেষ ম্যাচ জিতে আর্জেন্টিনা ২০২৫ সাল স্মরণীয় করে রাখল।
এই ম্যাচ শেষে ইতালিয়ান দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত-এ প্রকাশিত একটি আর্টিকেলে বলা হয়েছে, এই মৌসুমের ক্লাব বিশ্বকাপ থেকে শুরু করে লাউতারো বিশ্বের বিভিন্ন দেশ-শহরে যত ঘুরেছেন, তাতে তিনি ১ লাখ ৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। যা তিনবার পৃথিবী প্রদক্ষিণের সমান। পৃথিবীর পরিধি সর্বোচ্চ ৪০ হাজার কিলোমিটার।
ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের হয়ে যুক্তরাষ্ট্রে যান লাউতারো। গত জুন মাসে এই প্রতিযোগিতা শুরু হয়। সিরি আ ও চ্যাম্পিয়ন্স লিগ সূচিকে আর্জেন্টাইন স্ট্রাইকারের এই ভ্রমণের বাইরে রাখা হয়েছে।
গ্রীষ্মের মৌসুম থেকে লাউতারো যুক্তরাষ্ট্র ছাড়াও চিলি, আর্জেন্টিনা ও ইকুয়েডরে গিয়ে ম্যাচ খেলেছেন। এই আন্তর্জাতিক বিরতিতে গেলেন অ্যাঙ্গোলায়।
আগামী মাসে ইন্টারের সঙ্গে ইতালিয়ান সুপার কাপ খেলতে সৌদি আরবে যাবেন। আগামী বছরের মার্চে স্পেনের বিপক্ষে দক্ষিণ আমেরিকান-ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের মধ্যকার ফাইনালিসিমা খেলতে কাতারে যাবে আর্জেন্টিনা। মানে, লাউতারোর মাইলের পর মাইল ভ্রমণ চলতেই থাকবে।
আইকে/টিএ