পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যুক্ত হচ্ছে আরও ২টি নতুন দল। গতকাল নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে বিষয়টি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।
বর্তমানে ৬ দলের অংশগ্রহণে হয়ে থাকে পিএসএল। নতুন ২টি দল যুক্ত হলে লিগটিতে মোট দলের সংখ্যা দাঁড়াবে ৮। ২০২৬ সালে পিএসএলের ১১তম মৌসুমে যুক্ত হবে নতুন দলগুলো।
পিএসএলের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। আইপিএলের মতো আরও রোমাঞ্চকর করতে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বর্তমানে ১০ দলের অংশগ্রহণে হয়ে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ধীরে ধীরে সে পথেই হাঁটছে পিসিবি।
যদিও দল বৃদ্ধির বিষয়ে পিসিবি চেয়ারম্যান নাকভি বলেন, ‘নতুন দুটি স্বপ্নের সময়। পিএসএল আরও বড় হচ্ছে। নতুন দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রির প্রক্রিয়াও শুরু হয়েছে।’
পিসিবি প্রধান আরও জানান, নতুন দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, টেকনিক্যাল প্রপোজাল জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর।
নতুন দুটি দলের জন্য আগ্রহী বিডাররা হায়দরাবাদ, সিয়ালকোট, মুজাফরাবাদ, ফয়সালাবাদ, গিলগিট ও রাওয়ালপিন্ডি—এই শহরগুলোর মধ্য থেকে নির্বাচন করতে পারবেন।
এর আগে, পিএসএলের বিদ্যমান দলগুলোর জন্য স্বাধীনভাবে নতুন করে মূল্যায়ন (ভ্যালুয়েশন) সম্পন্ন করেছে পিসিবি। নতুন ১০ বছরের চক্রের জন্য সংশোধিত ফ্র্যাঞ্চাইজি ফি–সংক্রান্ত নবায়ন পত্র পাঠানো হয়েছে সব দলকে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।
এমআর/এসএন