কুড়িগ্রামের চররাজিবপুরে নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) রাত ৯টায় উপজেলার শিবেরডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চর রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কোদালকাটি ইউনিয়নের দক্ষিণ চর সাজাই গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে আছমত আলীর (৫০) ও মৃত বাহার আলীর ছেলে তোতা মিয়া (৩৮)। তারা ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক।
ওসি শরিফুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কাল সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
পিএ/টিএ