পাঁচ দিনের টেস্ট শেষ হয়ে গিয়েছে তৃতীয় দিনে। খেলা শেষ হয়ে গেলেও এখনও শহর ছাড়ছে না ভারতীয় দল। মঙ্গলবার পর্যন্ত কলকাতাতেই রয়েছেন ক্রিকেটারেরা।
ইডেন গার্ডেন্সে টেস্ট হার মেনে নিতে পারছেন না গৌতম গম্ভীর। সেই কারণেই হয়তো ক্রিকেটারদের শাস্তি দিলেন তিনি। পাঁচ দিনের টেস্ট শেষ হয়ে গিয়েছে তৃতীয় দিনে। খেলা শেষ হয়ে গেলেও এখনও শহর ছাড়ছে না ভারতীয় দল। মঙ্গলবার পর্যন্ত কলকাতাতেই রয়েছেন ক্রিকেটারেরা।
কোনও টেস্ট পাঁচ দিনের আগে শেষ হয়ে গেলে সাধারণত বাকি দিনগুলি বিশ্রাম পান ক্রিকেটারেরা। ইডেন টেস্টে ভারত জিতলে সেটাই পেতেন ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহেরা। কিন্তু ভারত জিততে পারেনি। ফলে শাস্তি পেতে হয়েছে। ছুটি পাচ্ছেন না ক্রিকেটারেরা।
জানা গিয়েছে, সোমবার বিশ্রাম দেওয়া হবে ক্রিকেটারদের। তবে মঙ্গলবার তাঁদের পুরোদমে অনুশীলন করতে হবে। সেটা হবে ইডেনেই। অনুশীলন শেষে গুয়াহাটি রওনা হবেন ক্রিকেটারেরা। আগে যে সূচি অনুযায়ী গম্ভীরদের যাওয়ার কথা ছিল, সেই সূচি অনুযায়ীই শহর ছাড়বেন তাঁরা।
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে আলোচনার মধ্যমণি ইডেন গার্ডেন্সের উইকেট। মাত্র আড়াই দিনে খেলা শেষ হয়ে যাওয়ায় বিতর্ক আরও বেড়েছে। গম্ভীর অবশ্য পিচের সমালোচনা করেননি। উল্টে তাঁর দাবি, যে রকম পিচ তাঁরা চেয়েছিলেন, সে রকমই পেয়েছেন।
খেলা শেষে সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন, “ইডেনের পিচ বিপজ্জনক ছিল না। খেলার উপযোগী ছিল। টেম্বা বাভুমা তো রান করল। ওয়াশিংটন সুন্দরও ভাল ব্যাট করল। অক্ষর পটেলও তো খেলল। খেলা যাবে না, এমন উইকেট তো ছিল না। জানি না কেন বার বার স্পিন সহায়ক পিচ বলা হচ্ছে! জোরে বোলারেরাই বেশি উইকেট পেয়েছে এই টেস্টে। ব্যাটারদের টেকনিক, মানসিক শক্তি এবং ধৈর্য্যের পরীক্ষা দিতে হয় এ রকম পিচে। আমরা পারিনি। এমন পিচে রক্ষণ ভাল হওয়া দরকার।’’ পিচ নিয়ে বিতর্ক উড়িয়ে গম্ভীর আরও বলেছেন, ‘‘আমরা যেমন পিচ চেয়েছিলাম, ঠিক তেমনই পেয়েছি। কিউরেটর সুজন মুখোপাধ্যায় অত্যন্ত সাহায্য করেছেন। ভাল খেলতে না পারলে তো এমনই হবে। ১২৪ রান তাড়া করতে না পারার কোনও কারণ ছিল না।’’
গম্ভীর জানিয়েছেন, তিনি এমন পিচ চান যাতে টস গুরুত্বপূর্ণ না হয়। তিনি বলেছেন, ‘‘আমরা চাই প্রথম দিন থেকেই পিচ স্পিনারদের সাহায্য করুক। যাতে টস গুরুত্বপূর্ণ না হয়। আমরা জিতলে পিচ নিয়ে হয়তো এত আলোচনা হত না। তবে একটা কথা বলা দরকার। আমাদের ক্রিকেটারেরা যে কোনও পরিস্থিতিতে ভাল করতে পারে।’’ গম্ভীর বার বার বুঝিয়ে দিয়েছেন, হারের জন্য পিচের অজুহাত দিতে চান না। তাঁর দলের ক্রিকেটারেরা খেলতে পারেননি বলেই, এ ভাবে হারতে হয়েছে। তবে তিনি যা-ই বলুন না কেন, পিচের সমালোচনা চলছেই।
ইএ/টিকে