আফ্রিকান ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে আবারও জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ২০২৫ সালের সেরা ফুটবলার পুরস্কারের জন্য পুরুষ বিভাগে মরক্কোর আশরাফ হাকিমি, নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন এবং মিশরের মোহাম্মদ সালাহকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। নারী বিভাগে লড়াইয়ে আছেন মরক্কোর গিজলানে চেবব্যাক, সানা ম্সসৌদি এবং নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে।
চোটের কারণে মাঠের বাইরে থাকলেও হাকিমির এই মনোনয়ন অবাক করার মতো নয়।
পিএসজির হয়ে ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জয়ের মৌসুমে তার ধারাবাহিক পারফরম্যান্স ছিল নজরকাড়া। সম্প্রসারিত নতুন ক্লাব বিশ্বকাপে চেলসির বিপক্ষে ফাইনালে হারলেও দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন এই ফুল-ব্যাক।
২৭ বছর বয়সী হাকিমি ফের ফিট হলে আগামী ২১ ডিসেম্বর থেকে ঘরের মাঠে বসতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশনসে মরক্কোকে নেতৃত্ব দেবেন। ১৯৭৬ সালের পর শিরোপার খোঁজে থাকা মরক্কোর জন্য এটি বড় সুযোগ।
দুইবারের আফ্রিকান বর্ষসেরা মোহাম্মদ সালাহও আছেন দৌড়ের সামনের সারিতে। গত মৌসুমে লিভারপুলকে রেকর্ড ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে নেতৃত্ব দেন মিশরীয় ফরোয়ার্ড। ২৯ গোল করে জেতেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট।
গালাতাসারাই তারকা ভিক্টর ওসিমেনও দারুণ ফর্মে রয়েছেন।
ক্লাব এবং দেশের হয়ে আলো ছড়ালেও বিচারকদের নির্ধারিত সময়সীমা ১৫ অক্টোবর হওয়ায় তার সাম্প্রতিক কিছু কীর্তি তালিকাভুক্ত হয়নি, যার মধ্যে আমস্টারডামে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক এবং গ্যাবনের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফে তার দুই গোল উল্লেখযোগ্য।
নারী বিভাগেও লড়াই সমান রোমাঞ্চকর। আফ্রিকা নারী কাপ অব নেশনসে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে। ফাইনালে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে স্বাগতিক মরক্কোকে হারাতে বড় ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।
মরক্কোর গিজলানে চেবব্যাক টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ গোল করে আলোচিত হয়েছেন।
তার সতীর্থ সানা ম্সসৌদি ক্লাব এফএআর রাবাতকে নারী চ্যাম্পিয়নস লিগের শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এ বছরও দলটি পৌঁছেছে সেমিফাইনালে।
আফ্রিকার ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার ঘোষণা করা হবে বুধবার, মরক্কোর রাজধানী রাবাতে। কোচ, সাবেক তারকা, সিএএফ টেকনিক্যাল কমিটির সদস্য এবং নির্বাচিত গণমাধ্যমকর্মীদের ভোটে ঠিক হবে পুরুষ ও নারী বিভাগের সেরা ফুটবলার।
টিজে/টিকে