জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘিরে কমপ্লিট শাটডাউনের ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে এ কর্মসূচির কোনো প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল ও কাঁচপুর ঘুরে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করতে দেখা গেছে। রয়েছে যাত্রীদের ভিড়ও।
কয়েকজন চালক ও যাত্রীর সঙ্গে কথা হলে তারা জানান, অন্যান্য দিনের মতোই যাত্রীবাহী বাসসহ যানবাহন চলাচল করছে। তবে সড়কে দূরপাল্লার বাস কম চলাচল কম করছে।
সাইনবোর্ড থেকে শরিফুল আলম নামের এক ব্যবসায়ী নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের বাসে উঠেছেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে আওয়ামী লীগ শাটডাইন নামের কর্মসূচি দেওয়া হয়েছ বলে শুনেছি। তবে সড়কে অস্বাভাবিক কিছু দেখলাম না।’
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘এখন পর্যন্ত আমাদের এলাকায় কোনো সমস্যা হয়নি। আমরা ৩টা চেকপোস্ট বসিয়েছি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, রায়কে ঘিরে যেকোনো নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়কের বিভিন্ন স্থানে ৯টি চেকপোস্ট, জেলাজুড়ে ২৭টি পিকেট এবং ৪২টি মোবাইল টিম থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, সব মিলিয়ে দিনের বেলায় চার শতাধিক পুলিশ সড়ক-মহাসড়কে মোতায়েন রয়েছে। আর রাতের বেলায় থাকবে সাড়ে চার শতাধিক। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
টিজে/টিকে